| ছোট নথ জিরিয়া / Little ringed plover |
ছোট্ট, সুন্দর আদূরে পাখি "ছোট নথ জিরিয়া / Little ringed plover". সাধারনত আমাদের দেশে এটি শীতকালীন পরিযায়ী পাখি। বালুচর, সমুধ্রের তীরবর্তী অঞ্চল ও নদীর তীরে এরা ছট বাসা বানায়। সারাদিন কাঁদা খুঁচিয়ে জলজ পোকা, ছোট মাছ, শামুক ইত্যাদি খায়। বিকেলে বালিতে বসে বিশ্রাম নেয়। মাঝে মাঝে উরে বেড়ায়। সুন্দর এই পাখিতি আমাদের দেশে সংরক্ষিত প্রজাতী।
Wow 😳
ReplyDelete