ফুলমাথা টিয়া / Blossom-headed Parakeet

এই সেই রুপকথার হিরামন পাখি যার পুথিগত নাম " ফুলমাথা টিয়া"
ইংরেজীতে: Blossom-headed Parakeet,
এটি প্রজাতীর স্ত্রী পাখিটি। আমাদের দেশে বনের সংখ্যা এমনিতেই কম। এক্কেবারে হাতে গোনা। তারপরও যেটুকু রয়েছে তাও নানাভাবে ক্রমশ উজার ও ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এই ফুলমাথা টিয়াও সংকটাপন্ন।


 

Comments

Popular Posts