নীললেজ সুইচোরা / Blue-tailed bee-eater
প্রায় ৬ বছর এদের আয়ুষ্কালের সুন্দর এই পাখিটি প্রতি বছর প্রায় ৪০০০ কিলো মিটার পথ অতিক্রম করে সুদুর শ্রীলংকা থেকে এদেশে আসে প্রজনন মৌসুমে। অধিকাংশ ক্ষেত্রে নদী উপত্যকায়, যেখানে বালির পাড়ে সুড়ঙ্গ করে বাসা বাঁধে। এরা নরম মাটিতে প্রায় ২ মিটার পর্যন্ত গর্ত করতে পারে। এরা অনেক সময় একজন আরেকজনের বাসায় ডিম পেরে অন্য দম্পতিকে দিয়ে নিজের বাচ্চা লালন পালন করায়।  এসব বেশিরভাগ খোলা আবাসস্থলগুলি পানির নিকটে দেখা যায়। প্রাপ্তবয়স্ক এই পাখির দৈর্ঘ্য প্রায় ৩০ সেন্টিমিটার ও ওজন ৩৮-৫০ গ্রাম।  মার্চ থেকে জুন প্রজননকাল। সেখানে ৫-৬টি ডিম পাড়ে। ডিমের রং সাদা। ২১-২৬ দিনে ডিম ফোটে। ২০-২৭ দিন পরে বাচ্চারা উড়তে শেখে। 
 

Comments

Popular Posts