Green Vine Snake / লাউডগা সাপ

সাধারণ পাতি লাউডগা সাপ দিবাচরবৃক্ষচারী ও মৃদু প্রাণীজ বিষ যুক্ত। দ্বিনেত্র দৃষ্টি ব্যবহার করে ব্যাঙ ও সরীসৃপ জাতীয় প্রাণী শিকার করে খায়। এরা ধীর গতিসম্পন্ন ও "বৃক্ষপত্রের উপর লতানো উদ্ভিদের ডগার" ন্যায় ছদ্মবেশ ধারণ করে চলাচল করে। এদের বিরক্ত করা হলে, দেহ প্রসারিত করে সাদাকালো আঁইশ এর ন্যায় দাগ প্রদর্শন করে। এছাড়াও বিপদের/শিকারির দিকে মুখ খুলে ভীতি প্রদর্শন করে। সিংহলি ভাষাতে এই প্রজাতির নাম Ahaetulla এর অর্থ 'চোখ খেকো'। তামিল ও ভারতের অন্যান্য স্থানীয় ভাষাগুলোতেও কাছাকাছি অর্থ বিশিষ্ট নাম পাওয়ার কারণ হিসেবে, 'এই সাপ শিকারির চোখে আক্রমণ করে' এমন ভ্রান্ত-বিশ্বাস দায়ী (যদিও তা গুজব)। 
লাউডগা সাপের বিষের উপাদান এখনও অজানা। এই সাপের বিষক্রিয়া প্রাণঘাতী না হলেও এর ছোবলে বমি, ব্যাথা, জখম, আক্রান্ত স্থান অবশ হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে যা, মোটামুটি ৩ দিনের মধ্যে প্রশমিত হয়ে যায়। তবে গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন- মাথা, চোখ ইত্যাদির নিকট ছোবল দিলে তা মারাত্মক ক্ষতিকর হতে পারে।

Comments

Popular Posts